Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উল্লেখযোগ্য কার্যক্রম গ্রলো হল-কৃষকের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন,কৃষি উৎপাদনের সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধান,কৃষি উপকরণের চাহিদা নিরূপন ও সহজ প্রাপ্ততা নিশ্চিতকরণ,গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার জন্য কৃষি প্রযুক্তি চাহিদা নিরুপন,কৃষক পর্যায়ে মান সম্পন্ন বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরন,নারীকে কৃষির মূল স্রো্তে সম্প্রক্তকরণ,নানা দূযোর্গ ব্যবস্থাপনা ও কৃষি পূর্ণবাসন কাজ সম্পন্ন করা,উচ্চমূল্য ফসলের আবাদ বৃদ্ধিকরণ,বিভিন্ন প্রকার বীজ,সার ও কীটনাশক সহ কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণ ও সুষম ব্যবহার নিশ্চিতকরণ। কৃষকের ফসল উৎপাদন খরচ নির্নয়ের মাধ্যমে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা করা,সেচ ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচের পানির দক্ষ ব্যবহার নিশ্চিতকরণ,মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ব্যবহার ও পরিবেশ বান্ধব ও বিষ মুক্ত ফসল,সবজি ও ফল চাষে সেক্স ফেরোমোন ট্রাপসহ আধুনিক লাগসই প্রযুক্তি ব্যবহার উৎসাহিত করণ এবং খামার যান্ত্রিকরণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার উন্নয়নে সহায়তা দান,সার্বিক ভাবে ফসলের উৎপাদন বৃদ্ধিসহ সরকারের নির্বাহী আদেশে অন্যান্য দায়িত্ব পালন।