Wellcome to National Portal

 উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, হোমনা, কুমিল্লার জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

Main Comtent Skiped

এক নজরে হোমনা উপজেলার কৃষি সম্পর্কিত তথ্য

অফিস সম্পর্কিত

             উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, হোমনা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ কৃষি বাণিজ্যিকীকরণের লক্ষ্যে পরিবর্তনশীল জলবায়ুতে পরিবেশ বান্ধব, নিরাপদ ও টেকসই উৎপাদনক্ষম উত্তম কৃষি কার্যক্রম প্রবর্তনের জন্য কাজ করে যাচ্ছে যাতে প্রাকৃতিক সম্পদ সুরক্ষাসহ কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এ উদ্যেশ্যে অত্র কার্যালয় দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রীকৃত, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণে কাজ করে, যাতে টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিত হয়। সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকের মুনাফা বৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়ন অত্র কার্যালয়ের উদ্দেশ্য। এ লক্ষ্যে অত্র কার্যালয় সেবা বহুমাত্রিক ও বিকেন্দ্রীকরণের কাজ করে যাচ্ছে। এ পদ্ধতিতে গ্রাম পর্যায়ে কৃষকদের সংগঠিত করে তাদের অংশগ্রহণের মাধ্যমে এলাকা ভিত্তিক উৎপাদনের সমস্যা নিরূপন করে তার আলোকে স্থানীয় কৃষি পরিকল্পনা প্রনয়ন করে সম্প্রসারণ সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যালয়ের মাঠ পর্যায় ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বক্ষনিক মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের তাদের চাহিদাভিত্তিক সেবা প্রদান করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মোট আয়তন :  ১৩২৭৯

জলা ভূমিঃ   ১৩৮৪.৫৪

বন ভূমি/স্থায়ী ফল বাগান : ০১

ঘরবাড়ি/স্থায়ী স্থাপনা : ১২৭৬

রাস্তাঘাট : ২১২

ইউনিয়নঃ ৯ টি

পৌরসভাঃ ১টি

মৌজার সংখ্যাঃ ৮০ টি

গ্রামের সংখ্যাঃ ১৫৮ টি

ব্লকের সংখ্যাঃ ২৮ টি

জনসংখ্যাঃ ২০৬৩৮৬

পুরুষঃ ১০৪৪৭৮ জন

মহিলাঃ ১০১৯০৮ জন

কৃষি পরিবারঃ ৪১৪৮৮ টি

কৃষি নার্সারিঃ ৯ টি

এক ফসলী জমিঃ ১৭৫৪ হে.

দুই ফসলী জমিঃ ৬৫২২ হে.

তিন ফসলী জমিঃ ১৬৮১

আবাদযোগ্য পতিত জমিঃ ৩১৩ হে.

স্থায়ী পতিত জমিঃ ১৫.৪৬ হে.

নীট ফসলী জমিঃ ৯৯৫৭

মোট আবাদি জমিঃ ১০২৮৫

ফসলের নিবিড়তাঃ ১৯৯% 

এই জেড নং- ১৬

জমি ব্যবহারের ঘনত্ব: ৭৫ 

বিসিআইসি সার ডিলার: ১০ জন