Wellcome to National Portal

 উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, হোমনা, কুমিল্লার জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

Main Comtent Skiped

প্রকল্পের নাম
এসএমই (ধান, গম ও পাট)
প্রকল্প শুরু
01/04/2019
শেষের তারিখ
01/12/2024
কাজের বর্ননা

উদ্দেশ্য

১) সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক জাতের উন্নতমানের ধান, গম ও পাট বীজ সহজলভ্য করে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

২) উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে মানসম্মত ধান, গম ও পাট বীজ চাষী পর্যায়ে উৎপাদন ও বিপণনের  মাধ্যমে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।

৩) কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক জোরদার করে দ্রুত চাষী পর্যায়ে এলাকাভিত্তিক লাগসই নতুন জাত সম্প্রসারণ করা।

৪) মানসম্মত বীজ উৎপাদন ও বিপণনের মাধ্যমে ইউনিয়নের বীজের চাহিদা পূরণ

৫) উন্নতমানের বীজ ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীন দারিদ্র নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন। 

কাজের বর্ননা

প্রকল্পের কার্যক্রম

১) প্রদর্শনীঃ বোরো - ১২২০০ টি, আউশ - ৭০০০ টি, রোপা আমন - ১১৪০০ টি, গম- ২৮০০ টি, নাবী পাট- ১৪৮০ টি)  ও মাঠদিবস ৩৪৮৮ টি,

২) উদ্বুদ্ধকরণ ভ্রমন-১০৫ টি,

৩) কৃষকদল প্রশিক্ষণ-  ১৬৭৪০ ব্যাচ,

৪) এসএএও প্রশিক্ষণ- ১৫০ ব্যাচ,

৫) কর্মকর্তা প্রশিক্ষণ- ৬০ ব্যাচ,

৬) জাতীয় কর্মশালা-৩ টি,

৭) আঞ্চলিক কর্মশালা-৬৫ টি

৮) মনিটরিং সেবা জোরদারকরন,

৯) উপকরন সরবরাহ (বীজ, সার, বালাইনাশক, বীজ শুকানো ও সংরক্ষণ পাত্র, ময়েশ্চার মিটার, চালনি, মোড়কীকরণের যন্ত্রপাতি ইত্যাদি, 

১০) ক্ষুদ্র বীজ শিল্প স্থাপন  ।

ডাউনলোড