Wellcome to National Portal

 উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, হোমনা, কুমিল্লার জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

Main Comtent Skiped

প্রকল্পের নাম
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প
প্রকল্প শুরু
01/07/2020
কাজের বর্ননা

"উদ্দেশ্যঃ ১) আধুনিক কৃষি যন্ত্রপাতির সরবরাহ ও ব্যবহার বৃদ্ধি করে  ফসলের ১০%-১৫%  অপচয় রোধ এবং চাষাবাদে  ৫০% সময় ও ২০% অর্থ সাশ্রয় করা, ২) সমন্বিতভাবে সমজাতীয় ফসল আবাদ করে কৃষি যন্ত্রপাতির ৫০% কর্মদক্ষতা বৃদ্ধি করা, ৩) কৃষি উৎপাদন ব্যয় হ্রাসকরণ এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ৪)যান্ত্রিকীকরণের মাধ্যমে পোষ্ট হারভেষ্ট ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা হ্রাসকরণ।”

"কার্যক্রমঃ ক) উন্নয়ন সহায়তা মাধ্যমে যন্ত্র সরবরাহ  - ৫১৩০০টি, গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ (২৮ দিন ব্যাপী)-৩০০ ব্যাচ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ - ৫০০ ব্যাচ, কর্মকর্তা প্রশিক্ষণ - ৪০ ব্যাচ, যৌথ জমি ব্যবহারকারী কৃষক/উদ্যোক্তা প্রশিক্ষণ -১০০০ ব্যা, ট্রেতে চারা  তৈরির কৌশল সংক্রান্ত প্রশিক্ষণ (৫ দিন ব্যাপী) -৫০ ব্যাচ, সমন্বিত যান্ত্রিক খামার কার্যক্রম-৩০০টি, জমির যৌথ ব্যবহারকারী কৃষকদের সভা-১২০০টি, সমন্বিত খামারে বীজ সহায়তা -১২৪০ মে. টন, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণাগার নির্মাণ-৩০০টি, কর্মশালা ও সেমিনার-৪৩টি, এটিআই প্রশিক্ষণ ভবন ও ডরমেটরি নির্মাণ - ১৮টি, কৃষি যন্ত্রপাতি টেষ্টিং ও প্রশিক্ষণ সেন্টারে সুবিধা বৃদ্ধি -১টি।

ডাউনলোড